Sher-e-Bangla Agricultural University
ওয়াসিউল হাসান সরকার
"মুক্ত চিন্তায় বিকশিত হব আমরা" এই স্লোগান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রতিষ্ঠা লগ্ন হতে আপন মহিমায় তার অর্জন অর্জিত করেছে এবং বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। একই সাথে বিতার্কিক ও ভালো মানুষ তৈরিতে ডিবেটিং সোসাইটির অবদান অনস্বীকার্য। বিতর্ক শুধু একটা শিল্প তা ই নয় ,আমরা বিশ্বাস করি বিতর্ক করার মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করি অর্থাৎ আমরা বিতর্ককে বিনোদনের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। আশা করছি এই সোসাইটির প্রত্যেকটি সদস্য নিজেকে যেমন একজন শ্রেষ্ঠ নেতা, বিতার্কিক,সংগঠক হিসেবে গড়ে তুলবে একই সাথে দেশ ও মানুষের সার্বিক কল্যাণে নিজেদেরকে সর্বাত্মকভাবে উৎসর্গ করবে।

মো জাহিদ হাসান
কলেজ লাইফের কথা মনে করো। পড়াশোনার বাইরে কি কিছু মনে পড়ে? কলেজে জীবনে কি নতুন কিছু অর্জন করতে পেরেছো? কোন স্কিল কিংবা নতুন কোন দক্ষতা? জীবনে সামনের দিকে উদ্দেশ্য গুলো কি? সরকারি চাকরি? ব্যাংক, বিসিএস নাকি অন্য বিশেষ কিছু?