Sher-e-Bangla Agricultural University


LEADERS



President
Sher-E-Bangla Agricultural University Debating Society

ওয়াসিউল হাসান সরকার

"মুক্ত চিন্তায় বিকশিত হব আমরা" এই স্লোগান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রতিষ্ঠা লগ্ন হতে আপন মহিমায় তার অর্জন অর্জিত করেছে এবং বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। একই সাথে বিতার্কিক ও ভালো মানুষ তৈরিতে ডিবেটিং সোসাইটির অবদান অনস্বীকার্য। বিতর্ক শুধু একটা শিল্প তা ই নয় ,আমরা বিশ্বাস করি বিতর্ক করার মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করি অর্থাৎ আমরা বিতর্ককে বিনোদনের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। আশা করছি এই সোসাইটির প্রত্যেকটি সদস্য নিজেকে যেমন একজন শ্রেষ্ঠ নেতা, বিতার্কিক,সংগঠক হিসেবে গড়ে তুলবে একই সাথে দেশ ও মানুষের সার্বিক কল্যাণে নিজেদেরকে সর্বাত্মকভাবে উৎসর্গ করবে।



General Secretary
Sher-E-Bangla Agricultural University Debating Society

মো জাহিদ হাসান

কলেজ লাইফের কথা মনে করো। পড়াশোনার বাইরে কি কিছু মনে পড়ে? কলেজে জীবনে কি নতুন কিছু অর্জন করতে পেরেছো? কোন স্কিল কিংবা নতুন কোন দক্ষতা? জীবনে সামনের দিকে উদ্দেশ্য গুলো কি? সরকারি চাকরি? ব্যাংক, বিসিএস নাকি অন্য বিশেষ কিছু?

যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এখন আর আগের মত সহজ না। আগের মত কিছু প্রশ্ন মুখস্ত করার দ্বারা তুমি সফলতা অর্জন করতে পারবে না। তোমার মাঝে যদি ডাইনামিক বিশেষ কিছু (যোগ্যতা) না থাকে, তবে তোমাকে আসলে ছুড়ে ফেলে দেওয়া হবে।

তোমার নিজেকে গঠন করে নেয়াটা খুব প্রয়োজন। বর্তমান বিশ্বের কোথায় কি হচ্ছে, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন পলিসি,দল,মত,ইতিহাস,দর্শন,ধর্ম,সাহিত্য এই সমস্ত বিষয়ে ধারণা থাকা ও তা ভালোভাবে উপস্থাপন করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা নিজের মাঝে ধারণ করতে অর্থাৎ নিয়মিত চর্চা করতে পারার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেকৃবি ডিবেটিং সোসাইটি এর জন্য সবথেকে ভালো। তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি কিভাবে তোমার সময় কি কাজে লাগাবে এটাই আসলে গুরুত্বপূর্ণ।

সুতরাং, পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে কোন একটা বিষয়ে খুব বেশি নিজেকে যোগ্য করে তোলো। আর নিজের বাচন ভঙ্গি, কথা বলার দক্ষতা, চিন্তা শক্তি বৃদ্ধি করা সহ অনেক বিষয়ে তুমি নিজেকে দক্ষ করে তুলতে পারবে এখানে আসার এবং নিয়মিত চর্চার দ্বারা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আমাদের সকলের সেই নিজেকে গড়ে তোলার, সকলের থেকে নিজেকে আলাদা করার সুযোগটিই দিয়ে থাকে।



SAUDS

SAU Debating Society
Sher-e-Bangla Agricultural University
Dhaka-1207 Bangladesh