Sher-e-Bangla Agricultural University



JOIN SAUDS

আমাদের বিদ্যাপিঠ এ তোমাদের স্বাগতম। আমরা জানি সমাজের যাবতীয় অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চণার বিরুদ্ধে তোমাদের কণ্ঠ গর্জে উঠতে চায়। তোমরা সমাজকে পরিশুদ্ধ করতে চাও, মানুষের কথা বলতে চাও। এই লক্ষ্যে পৌছাতে SAUDS তোমাদের পথপ্রদর্শক। তোমরাই পারবে কুয়াশাচ্ছন্ন সকালকে ভেদ করে সোনালি সূর্যের আলো জ্বালাতে।

শেকৃবি ডিবেটিং সোসাইটি-তে সদস্য পদ আবেদন জন্য নিচের ফর্মটি পূর্ণ করুন ।

Joining Form

SAUDS নতুন সদস্য
  1. রাফিউর রহমান রুহান
  2. আব্দুল্লাহ আল জুবায়ের
  3. আহমেদ রুবায়েত
  4. আশিফা বিনতে সিদ্দিক
  5. আতিয়া ফারযানা
  6. বিশাল কুমার ঘোষ
  7. ডালিয়া গুহ অর্পা
  8. ফারিহা তাসলিম ফিহা
  9. ফারজানা জামান রিমি
  10. হোসনে আরা
  11. জান্নাতুল ফেরদৌস মিম
  12. কিমিয়া নাহার
  13. কল্পনা রাণী
  14. লুবাবা সাদিয়া
  15. ওয়াজিদ শায়মা
  16. মাহির শাহরিয়ার
  17. মাসুদ রানা
  18. মো ইসমাইল
  19. সাদি তাইফ রোহান
  20. নাহিদা আক্তার
  21. শরিফ আহমেদ
  22. পরশ
  23. সাবিকুন্নাহার খান
  24. স্বপ্ন কুমার প্রসাদ
  25. সোহেলি আক্তার
  26. নিরব হোসেন
  27. রাজন চন্দ্র দাস
  28. ফরহাদ জামিল
  29. মাহবুবুর রহমান
  30. রিমন মিয়া
  31. নাহিদ হোসেন
  32. রামিশা সায়রা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতি বছর নতুন সদস্য সংগ্রহ করে থাকে। নতুন সদস্য হবার জন্য শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ বুথ থেকে একটি ফর্ম কিনতে হয়ে থাকে। ফর্মের শুভেচ্ছা মূল্য ১০০ টাকা। অতঃপর তা পূরণ করে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তির কাছে জমা প্রদান করতে হয়।

পরবর্তিতে শেকৃবি ডিবেটিং সোসাইটি থেকে সদস্য হতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের মৌখিক অভিক্ষার জন্য একটি তারিখ দেয়া হয়। মৌখিক অভিক্ষার পর নতুন সদস্য পদ প্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হইয়ে থাকে।

শেকৃবি ডিবেটিং সোসাইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ করতে নিচের লিংক এ প্রবেশ করুন ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে প্রদত্ত লিংক এ ক্লিক করুন ।



SAUDS

SAU Debating Society
Sher-e-Bangla Agricultural University
Dhaka-1207 Bangladesh